কখনো নিজের পছন্দের মানুষের সাথে ভাব নিয়োনা। কারন সে যদি তোমাকে পছন্দ করে তাহলে এমনিতেই করবে। আর জদি ভাব নিয়ে তাকে তুমি তোমার প্রেমে ফেলো তাহলে তোমরা কখনো সুখি হতে পারবানা। যদি তুমি ভয় পাও যে তোমার অগোছালো life দেখে সে চলে যাবে তাহলে এটা তোমার ভূল ধারনা। কারন যে তোনাকে সত্যি ভালবাসবে সে তোমার অগোছালো জ্জীবন দেখে ভয় পেয়ে চলে যাবে না। সে তার সাধ্যমত চেস্টা করবে তোমাকে সুন্দর একটা জীবন দেয়ার জন্য।
No comments:
Post a Comment