Saturday, 14 July 2012

ভালোবাসার প্রতিদান

আজ তোমাদের একটা গল্প বলব। এটা একটা সত্যি ঘটনা।
একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালবাসতো। কিন্তু ছেলেটা মেয়েকে শুধু বন্ধু ভাবতো। মেয়েটা যখন দেখলো যে ছেলেটা তাকে ভালোবাসেনা তখন মেয়েটা আত্নহত্যা করতে গেল। তাও একবার না ১০ বার মেয়েটা আত্নহত্যা করতে গেলো। এর মাঝে ৩ বার ডাক্তার রা তাকে কমা থেকে ফিরিয়ে এনেছে। যখন ছেলেটা দেখলো যে মেয়েটা তাকে এত ভালোবাসে,তখন সে মেয়েটাকে বিয়ে করে ফেলল। ছেলেটা ছিলো মেরিণ ইঞ্জিনিয়ার্। তারা খুব সুখের একটা সংসার পাতল। কিছুদিন পর ছেলেটা প্যারালাইসিস হয়ে যায়। তখন ছেলেটার জীবন তার খাট, ল্যাপটপ, আর হোমথিয়েটার এ আটকে যায়।
এর পর থেকে মেয়েটার মাঝে পরিবর্তন দেখা যায়। ছেলেটার এক বন্ধুর সাথে সম্পর্ক করে মেয়েটা। এমনকি তার বরের সামনে সে পরকীয়া করা শুরু করে। এসব দেখেও তার বর তাকে কিছু বলেনা। তার বর কে যখন প্রশ্ন করলাম যে আপনার সামনে এসব হয় আর আপনি কিছু বলেননা কেন? টখন সে আমাকে বলল "দেখ মেয়েটা আমাকে এত ভালোবাসে যে সে ১০বার আত্নহত্যা করতে গিয়েছে আমার জন্য। আর আমার এই বয়সেই আমি বিছানায় পরে গেলাম। তার তো কোন শখ আমি পূরণ করতে পারি নাই। এখন সে যেভাবে সুখে থাকতে পারে আমি তাকে সেভাবেই রাখবো। তাকে আমি অনেক ভালোবাসি  তার সুখের জন্য আমি সব পারি।"

আমি এই লোকটার কথা  শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। লোকটা এই মেয়েটার ভালোবাসার প্রতিদান কিভাবে দিলো। এই লোকের ভালোবাসার কাছে ১০বার কেন ১০০০০ বার আত্নহত্যা কিছুই না।

এখন আপনি বলুন কে বেশী ভালোবাসে?
জীবনে আপনি কার উপর ভরসা করবেন?

No comments:

Post a Comment