Saturday, 14 July 2012

কারো ক্ষতি করোনা

যে তোমার ক্ষতি করছে তুমি কখনো তার খতি করতে যেওনা। এতে করে তোমাদের মাঝে সমস্যা শুধু বাড়তেই থাকবে। আর শত্রুতা কখনো শান্তি বয়ে আনেনা। যে তোমার ক্ষতি করছে তুমি তাকে বুঝাও যে তুমি সব বুঝতে পারছ। আর এটা বুঝার পরেও তুমি তার কোন ক্ষতি করনা। সে একসময় ঠিকই তার ভুল বুঝতে পারবে এবং অনুতপ্ত হবে। এখন তোমাদের কি মনে হয় আমি কি ঠিক বললাম নাকি ভুল?

No comments:

Post a Comment