যাকে তুমি ভালবাসো তাকে স্বাধীনতা দাও। কিন্তু একেবারে তার হয়ে যেওনা। যেমন সে যা বলে তাই করতে হবে এমন হবা না। সে যদি অনৈতিক কিছু করতে বলে তাহলে সেটা না করে তাকে ভালো মন্দ বুঝাও। আজকাল অনেককেই দেখি যে সে তার gf এর জন্য সম্পূর্ন dedicated থাকে। তারা কিন্তু কখনোই সুখি হয় না। আর তাদের সম্পর্ক বেশী দিন টিকে না। তাই কাওকে ভালোবাসার আগে নিজেকে বদলে নাও।
No comments:
Post a Comment