তুমি যাকে ভালোবাস তাকে বুঝাতে যেও না যে তুমি তাকে কিভাবে চাও। তুমি বুঝার চেস্টা করো সে তোমাকে কিভাবে চায়। এটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে প্রযোজ্য।
Monday, 16 July 2012
Saturday, 14 July 2012
স্বাধীনতা দেয়া কতটা যৌক্তিক
যাকে তুমি ভালবাসো তাকে স্বাধীনতা দাও। কিন্তু একেবারে তার হয়ে যেওনা। যেমন সে যা বলে তাই করতে হবে এমন হবা না। সে যদি অনৈতিক কিছু করতে বলে তাহলে সেটা না করে তাকে ভালো মন্দ বুঝাও। আজকাল অনেককেই দেখি যে সে তার gf এর জন্য সম্পূর্ন dedicated থাকে। তারা কিন্তু কখনোই সুখি হয় না। আর তাদের সম্পর্ক বেশী দিন টিকে না। তাই কাওকে ভালোবাসার আগে নিজেকে বদলে নাও।
ভালোবাসার প্রতিদান
আজ তোমাদের একটা গল্প বলব। এটা একটা সত্যি ঘটনা।
একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালবাসতো। কিন্তু ছেলেটা মেয়েকে শুধু বন্ধু ভাবতো। মেয়েটা যখন দেখলো যে ছেলেটা তাকে ভালোবাসেনা তখন মেয়েটা আত্নহত্যা করতে গেল। তাও একবার না ১০ বার মেয়েটা আত্নহত্যা করতে গেলো। এর মাঝে ৩ বার ডাক্তার রা তাকে কমা থেকে ফিরিয়ে এনেছে। যখন ছেলেটা দেখলো যে মেয়েটা তাকে এত ভালোবাসে,তখন সে মেয়েটাকে বিয়ে করে ফেলল। ছেলেটা ছিলো মেরিণ ইঞ্জিনিয়ার্। তারা খুব সুখের একটা সংসার পাতল। কিছুদিন পর ছেলেটা প্যারালাইসিস হয়ে যায়। তখন ছেলেটার জীবন তার খাট, ল্যাপটপ, আর হোমথিয়েটার এ আটকে যায়।
এর পর থেকে মেয়েটার মাঝে পরিবর্তন দেখা যায়। ছেলেটার এক বন্ধুর সাথে সম্পর্ক করে মেয়েটা। এমনকি তার বরের সামনে সে পরকীয়া করা শুরু করে। এসব দেখেও তার বর তাকে কিছু বলেনা। তার বর কে যখন প্রশ্ন করলাম যে আপনার সামনে এসব হয় আর আপনি কিছু বলেননা কেন? টখন সে আমাকে বলল "দেখ মেয়েটা আমাকে এত ভালোবাসে যে সে ১০বার আত্নহত্যা করতে গিয়েছে আমার জন্য। আর আমার এই বয়সেই আমি বিছানায় পরে গেলাম। তার তো কোন শখ আমি পূরণ করতে পারি নাই। এখন সে যেভাবে সুখে থাকতে পারে আমি তাকে সেভাবেই রাখবো। তাকে আমি অনেক ভালোবাসি তার সুখের জন্য আমি সব পারি।"
আমি এই লোকটার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। লোকটা এই মেয়েটার ভালোবাসার প্রতিদান কিভাবে দিলো। এই লোকের ভালোবাসার কাছে ১০বার কেন ১০০০০ বার আত্নহত্যা কিছুই না।
এখন আপনি বলুন কে বেশী ভালোবাসে?
জীবনে আপনি কার উপর ভরসা করবেন?
কারো ক্ষতি করোনা
যে তোমার ক্ষতি করছে তুমি কখনো তার খতি করতে যেওনা। এতে করে তোমাদের মাঝে সমস্যা শুধু বাড়তেই থাকবে। আর শত্রুতা কখনো শান্তি বয়ে আনেনা। যে তোমার ক্ষতি করছে তুমি তাকে বুঝাও যে তুমি সব বুঝতে পারছ। আর এটা বুঝার পরেও তুমি তার কোন ক্ষতি করনা। সে একসময় ঠিকই তার ভুল বুঝতে পারবে এবং অনুতপ্ত হবে। এখন তোমাদের কি মনে হয় আমি কি ঠিক বললাম নাকি ভুল?
ভালবাসার মানুষের সাথে ভাব নিয়োনা
কখনো নিজের পছন্দের মানুষের সাথে ভাব নিয়োনা। কারন সে যদি তোমাকে পছন্দ করে তাহলে এমনিতেই করবে। আর জদি ভাব নিয়ে তাকে তুমি তোমার প্রেমে ফেলো তাহলে তোমরা কখনো সুখি হতে পারবানা। যদি তুমি ভয় পাও যে তোমার অগোছালো life দেখে সে চলে যাবে তাহলে এটা তোমার ভূল ধারনা। কারন যে তোনাকে সত্যি ভালবাসবে সে তোমার অগোছালো জ্জীবন দেখে ভয় পেয়ে চলে যাবে না। সে তার সাধ্যমত চেস্টা করবে তোমাকে সুন্দর একটা জীবন দেয়ার জন্য।
আমার পছন্দ
পোষাক: শার্ট,জিন্স প্যান্ট।
খাবার: চিকেন, শুটকি ভূনা, থাই স্যূপ, হালিম।
রং: কালো,আকাশী।
মুভি: three idiots, titanic, namaste london, arya, badshah, মনপুরা।
গান: অবাক ভালবাসা (warfaze), নিথুয়া পাথারে, বন্ধ জানালা,in the end,মা (জেমস), মা ( sr101), দিন গেলো ( sr 101).
প্রিয় মানুষ: বাবা
আমার কথা ব্লগের জন্ম
আজ আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে আসলে আমার কেও নাই। তাই চিন্তা করলাম আমার সব কথা লিখে রাখি। তাই এই ব্লগ বানালাম।